সাঈদীর মৃত্যুতে শোক, ছাত্রলীগের আরও ১৯ নেতাকর্মী বহিষ্কার
নিউজ ডেস্কঃ
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু সাজাপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় জামালপুরে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের ১৯ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জামালপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করীম এ তথ্য নিশ্চিত করেছেন।
সাময়িক বহিষ্কৃতরা হলেন- ইসলামপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সম্পাদক মুসা আহমেদ, ইসলামপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সদস্য মুরসালিন উদ্দিন, কর্মী মো: আব্দুল কাইয়ুম, মো: জয় মামুন, গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মনির সরকার, চরপুটিমারী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম, নোয়ারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আশিকুর রহমান আশিক, মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক মো: ইউসুফ আলী, সদস্য আশরাফুল সালেহিন রিয়াদ, মেলান্দহ পৌর শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসিফ আহমেদ, মেলান্দহ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান সেতু, নাংলা ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো: বরকতুল্লাহ ফারাজী, হাজরাবাড়ি পৌর শাখার ১ নম্বর ওয়ার্ড শাখা ছাত্রলীগের সভাপতি ফাহিম চৌধুরী, কুলিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন ইসলাম সানি, জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়ন শাখার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. সাইম কবির, বকশিগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক শোয়েব আল হাসান, দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি সাংগঠনিক থানা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম মুসা, মেলান্দহ উপজেলা ছাত্রলীগ কর্মী সোয়াইব ইসলাম।
নাফিউল করীম জানান, তাদেরকে স্থায়ীভাবে বহিস্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ করা হয়েছে।
এদিকে একই অভিযোগে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় এক ছাত্রলীগ নেতার সদস্য পদ স্থগিত এবং আরেক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নবাব হোসেন বলেন, সেনগাঁও ইউনিয়ন ছাত্রলীগের ধর্ম-বিষয়ক সম্পাদক ইউসুব ইসলাম ও ৫ নম্বর সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান জামায়াত নেতা সাঈদীকে নিয়ে ফেসবুকে আবেগঘন পোস্ট দেয়। যা ছাত্রলীগের দলীয় শৃঙ্খলার পরিপন্থী। এ কারণে ইউসুবের সদস্য পদ স্থগিত এবং মেহেদীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। তাদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে আবেদন করা হবে।
এর আগে ব্রাহ্মণবাড়িয়ায় ১৭ জন, নরসিংদীতে ছয়জন এবং সাতক্ষীরা ও চট্টগ্রামে তিনজন করে নেতাকর্মীকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।