সাতক্ষীরায় কিশোরী শিক্ষার্থীদের মানুষিক সচেতনতা বৃদ্ধির লক্ষে সেমিনার
নিজস্ব প্রতিনিধি :
“আমি যখন আমার বন্ধু” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় কিশোরী
শিক্ষার্থীদের মানুষিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ আগস্ট) সকাল ১০টায়
নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে রোটারি ক্লাব অফ অ্যালট্টুইস্ ঢাকা’র আয়োজনে নবারুণ উচ্চ
বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেকগাজী’র সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি
হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও রোটারি ক্লাব অফ অ্যালট্টুইস্ ঢাকা’র
চ্যাটার্ড প্রেসিডেন্ট ডেপুটি ডিস্ট্রিক্ট গভর্ণর ৩২৮১ রোটারীয়ান নাজনীন আরা নাজু।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক কৃষিবিদ মো. মাহফুজার রহমান। বিশেষ
অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের শিক্ষক কাজী আব্দুস সবুর, মো.
তৌফিকুজ্জামান লিটু, নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক সিরাজুল ইসলাম, সহকারি শিক্ষক
মো. তৈবুর রহমান, মো. ফারুক হোসেন, শাহিনা পারভীন ও শেখ রাসেল প্রমুখ। এসময় নবারুণ উচ্চ
বালিকা বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষক ও শিক্ষার্থী সেমিনারে অংশ নেয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন নবারুণ
উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাজমুল লায়লা বিথী।