রমজাননগর আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালিত
Post Views:
২৬৮
শ্যামনগর প্রতিনিধি:
শ্যামনগর রমজাননগর আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালিত হয়েছে ৷ ১৫ আগস্ট ২০২৩ তারিখ সকাল ১০ টার সময় রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে অনুষ্ঠান শেষে ইউনিয়ন পরিষদের হল রুমে যথাযথ মর্যাদায় পালিত হয় ৷ ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান শেখ আল-মামুন, সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক শাহনূর আলম শহীন, বীর মুক্তিযোদ্ধা পরিমল মন্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আনারুল হাসান, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম আল-মামুন, বিশিষ্ট সমাজ সেবক ও সাংবাদিক হুমায়ূন কবির সহ আরও অনেকে ৷
দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষে তাবরক বিতরণ করা হয় ৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু পতিত পবন মন্ডল ৷