সুন্দরবন থেকে ১২টি নৌকা, ১ হাজার পিচ আটল সহ ৪জন কাঁকড়া শিকারী আটক
রঘুনাথ খাঁ:
নিষেধাজ্ঞা উপেক্ষা করে কাঁকড়া শিকারের অভিযোগে সুন্দরবনের সাপখালী খাল থেকে ১২টি নৌকা, ১ হাজার পিচ আটল সহ ৪জন কাঁকড়া শিকারীকে আটক করেছে সিপিজির সদস্য ও বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তারা।
রোববার রাতে কোবাদক্ষ স্টেশনের সুন্দরবনের সাপখালী খাল এলাকা থেকে আটক করা হয়।
আটক কৃত শিকারীরা হলেন, কয়রা উপজেলার দোশালিয়া গ্রামের জেহের আলীর ছেলে ইমদাদুল(৪০), মৃত মোনাজাত মোল্লার ছেলে শাহিনুর(৪০), মৃত আবুল কাশেমের ছেলে সেফাতুল্লাহ(২৭), রহিম সরদারের ছেলে আবদুল্লাহ (২৭)।
জুন,জুলাই, আগস্ট এ তিন মাস সুন্দরবনে মাছ, কাঁকড়া সহ পর্যটক প্রবেশ সরকারি ভাবে নিষদ্ধ থাকলেও কিছু অসাধু বন বিভাগের সদস্যদের সহযোগিতায় মাছ কাঁকড়া আহরণ চলছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। স্থানীয়রা বলেন, বন বিভাগের কড়া পাহাড়ার মধ্যে ও কি করে অসাধু চক্র সুন্দরবনে প্রবেশ করে তাদের সহযোগিতা ছাড়া।
আটক কৃতদের বন আইনে মামলা দিয়ে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে বলে জানান কবাদক্ষ স্টেশন কর্মকর্তা মোবারক হোসেন।
Please follow and like us: