শ্যামনগর ভূরুলিয়ায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
শ্যামনগর প্রতিনিধি:
আপনার পুলিশ আপনার পাশে, তথ্য দিন, সেবা নিন, বিট পুলিশ বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি, মাদক, ইভটিজিং, সন্ত্রাস, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশ আপনার পাশে এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১২আগস্ট শনিবার বিকাল ৪টায় শ্যামনগর উপজেলার ১নং ভূরুলিয়া ইউনিয়ন পরিষদে শ্যামনগর থানার আয়োজনে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম জাফরুল আলম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভূরুলিয়া বিট ইনচার্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম। অন্যদের মাঝে বক্তব্য রাখেন সিরাজপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আজিয়ার রহমান, ভূরুলিয়া ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি ইঞ্জনিয়ার জালাল উদ্দীন সরদার, বীর মুক্তিযোদ্ধা আসমানতুল্লাহ, ভুরুলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর আলম লাভলু।
প্রধান অতিথি মাদক নির্মূল, নাশকতা সৃষ্টি করতে পারে তাদের সনাক্ত, সীমান্তবর্তী অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, তথ্য প্রযুক্তি অপব্যবহার, গুজব, সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচার, জুয়া, বাল্য বিবাহ, কিশোর গ্যাং, সন্ত্রাস, ধর্ষন, চাঁদাবাজী, ইভটিজিং, নারীর প্রতি সহিংসতা, বাল্য বিবাহের কুফলের বিষয়ে আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, কুয়েত প্রবাসী গাজিয়ার রহমান, মাষ্টার সাধন কুমার বৈদ্য, মাষ্টার অজয় কুমার মন্ডল, ভুরুলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন সানা সহ ইউনিয়নের সাধারণ জনগণ।
Please follow and like us: