ঘুষের অভিযোগে পদচ্যুত ইউক্রেনের ৩৩ সেনা কর্মকর্তা
আন্তর্জাতিক ডেস্কঃ
দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযানে সামরিক নিয়োগের দায়িত্বে থাকা ইউক্রেনের সেনাবাহিনীর সব আঞ্চলিক কর্মকর্তা পদচ্যুত হয়েছেন। ৩০ জনের বেশি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও মানব পাচারে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার বিরুদ্ধে পাল্টা-আক্রমণ চলার এ সময়টিতে সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করে তুলতে চাইছে দেশটি, তার মধ্যেই শুদ্ধি অভিযান চালানো হচ্ছে বলে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে।
জেলেনস্কি বলেছেন, যুদ্ধের সময়ে ঘুষ গ্রহণ বড় ধরনের বিশ্বাসঘাতকতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে জেলেনস্কি জানিয়েছেন, অভিযোগের মধ্যে রয়েছে, কর্মকর্তারা ঘুষ হিসেবে নগদ অর্থ ও ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করেছেন অথবা লড়াইয়ে অংশ নেওয়ার জন্য ডাক পাওয়া যোগ্য লোকজনকে ইউক্রেন ছাড়তে সহায়তা করেছেন।
তিনি বলেছেন, সব আঞ্চলিক সামরিক কমিশনারদের পদচ্যুত করছি আমরা। যুদ্ধ কী তা জানে এবং যুদ্ধের সময় ঘুষ ও সংশয়বাদ বড় ধরনের বিশ্বাসঘাতকতা, এ ধরনের প্রত্যয়ী লোকজনকে দিয়ে পদ্ধতিটি চালানো উচিত।
Please follow and like us: