কালিগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত
কালিগঞ্জ প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। শনিবার (১২ আগস্ট) বিকেলে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের উদ্যোগে সংস্থার প্রধান কার্যালয় থেকে র্যালি বের হয়ে রাজস্ব অফিস গণপাঠাগার কার্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। সেখানে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের প্রোগ্রাম অফিসার (পরিবেশ) কানিজ শাইমা আখির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসাইন।
প্রোগ্রাম অফিসার (জেন্ডার) মোহাম্মদ শাহিনুর ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিন্দু নারী উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্টা সাহিত্যিক গাজী আজিজুর রহমান, সাতক্ষীরা জজ কোর্টের এপিপি ও সংস্থার উপদেষ্টা হাবিব ফেরদাউস শিমুল, সংস্থার উপদেষ্টা ও উপজেলা সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্যসচিব অ্যাড. জাফরুল্লাহ ইব্রাহিম, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যুবশক্তির বিকল্প নেই। তাই যুবশক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে যেকোনো মূল্যে। সৃষ্টিশীল কাজে তরুণদের অন্তর্ভুক্তি বাড়াতে হবে। তরুণদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিশ্চিত করণসহ আগামীর বিশ্বের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার সরকারি বেসরকারি বিভিন্ন উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।