এন জেড ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ ও মেশিন বিতরণ
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় এন জেড ফাউন্ডেশনের বাস্তবায়নে সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার অসহায় হতদরিদ্র ২০ জন মহিলাকে বিনামূল্যে তিন মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে তাদের প্রত্যেককে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। শনিবার বেলা ১১টায় রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবাদীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এন জেড ফাউন্ডেশনের সভাপতি বিশ্বজিৎ সাধু। সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক-উদ-দৌলা সাগর, রসুলপুর সরকারি প্রাথমিক (বালক) বিদ্যালয়ে প্রধান শিক্ষক খাদিজা মোস্তাফিজ, ব্যবসায়ী ও সমাজ সেবক মীর মোশাররফ হোসেন মন্টু, এন জেড ফাউন্ডেশন এর কর্মকর্তা ইব্রাহীম হোসেনসহ উপকারভোগী এবং তাদের পরিবারের সদস্যবৃন্দ।