আশাশুনিতে আন্তর্জাতিক যুব দিবস পালন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনিতে আন্তর্জাতিক যুব দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা, সনদপত্র বিতরণ ও অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, যুব উন্নয়ন কর্মকর্তা আলহাজ্ব এস এম আজিজুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, প্রেস ক্লাব সভাপতি এস এম আহসান হাবিব, উপজেলা মেরিন ফিসারিজ অফিসার রতœা সাহা। সভায় প্রশিক্ষণ প্রাপ্ত উদ্যোক্তা মরিয়ম খাতুন, মৌমাছি নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক, রক্তকরবী মহিলা সংস্থার সভাপতি কামরুন নাহার কচি, উদারতার সাধারণ সম্পাদক নীলিমা প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, রিপোটার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ, বিভিন্ন এনজিও’র প্রতিনিধিবৃন্দ, প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষনার্থী যুবক ও যুব মহিলাবৃন্দ উপস্থিত ছিলেন। ‘তারুণ্যের শক্তি, বাংরাদেশের সমৃদ্ধি’ শ্লোগানকে সামনে রেখে আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদ বিতরণ এবং মৎস্য চাষ কোর্সে সপ্তাহব্যপী ৩০ জন ২০২৩-২৪ অর্থ বছরে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষনের উদ্বোধন করা হয়।
সবশেষে মৎস্য চাষ ট্রেডে নতুন প্রশিক্ষণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ইউএনও রনি আলম নুর।