আল-মু’মিন ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত
শহর প্রতিনিধি:
সাতক্ষীরায় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আল-মু’মিন ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। শনিবার (১২ আগস্ট) সকালে আল-মু’মিন ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে দিবসটি পালন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুব দিবসের আলোচনা সভায় আল-মু’মিন ব্লাড ব্যাংকের এডমিন আইউব হোসেন রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল-মু’মিন ফাউন্ডেশন ও ব্লাড ব্যাংকের এডমিন মোঃ মুশফিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুব সমাজ প্রত্যেকটি দেশেরই অন্যতম প্রধান শক্তি। দক্ষ এবং প্রশিক্ষিত যুবকরাই পারে সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে। তাই আমাদের যুব সমাজকে আরও দক্ষ করে গড়ে তোলার বিকল্প নেই।
তিনি আরও বলেন, আল-মু’মিন ফাউন্ডেশন যুব দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ইতিমধ্যে বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। ভবিষতে যুব শক্তির বিকাশে আমাদের দক্ষতা উন্নয়নমূলক আরও নতুন নতুন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আল-মু’মিন ব্লাড ব্যাংকের এডমিন নাজমা বেগম, সাবিকুন নাহার, মডারেটর শরিফুল ইসলাম, সদস্য আমিনুর রহমান, আনিসুর রহমান, রোকোনুজ্জামান, সাকিব হাসান, রিয়াজ হুসাইন লালন, রাকিব হাসান, রাসেল রানা ও ওয়ালিউল্লাহ নিশান প্রমুখ।
Please follow and like us: