মেসিকে হারিয়ে রোনালদোর হ্যাটট্রিক
ফুটবলের মাঠে একে অপরের চিরপ্রতিদ্বন্দ্বি ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। জাতীয় দল কিংবা ক্লাব ফুটবলে তারা মুখোমুখি হলেই উত্তেজনার পারদ ছুটতে থাকে। তবে শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও তারা দু’জন একে অপরের প্রতিদ্বন্দ্বি।
মাঠে খেলতে নামলেই কখনো মেসি রোনালদোকে ছাপিয়ে যাচ্ছেন। আবার কখনো কখনো রোনালদোও মেসিকে ছাড়িয়ে যাচ্ছেন। এটা যেন অনেকটাই রীতিতে পরিণত হয়েছে। এবার ফটো শেয়ারিং হ্যান্ডেল ইন্সটাগ্রাম আয়ে মেসিকে হারিয়ে দিয়েছেন রোনালদো। যার মধ্য দিয়ে হ্যাটট্রিকও করেছেন এ পর্তুগিজ তারকা।
সামাজিক মাধ্যম থেকে ক্রীড়াঙ্গন ব্যক্তিত্বরা প্রতিবছর কত আয় করেন, তার একটি তালিকা করা হয়। এ বছরও সেটির ব্যতিক্রম হয়নি। আর সেখানেই সব ক্রীড়াবিদকে পেছনে ফেলে ইনস্টাগ্রাম আয়ে শীর্ষস্থানে উঠে এসেছেন রোনালদো। এতে পেছনে পড়েছেন তার চিরপ্রতিদ্বন্দ্বি লিওনেল মেসি।
সম্প্রতি ইনস্টাগ্রাম শিডিউলিং টুল হুপার এইচকিউ এ তালিকাটি করেছে। যেখানে অভ্যন্তরীণ ও উন্মুক্ত তথ্যের ওপর ভিত্তি করে তালিকাটি তৈরি করা হয়েছে।
ইনস্টাগ্রাম ও ইউটিউবের প্রতিটি পোস্টের জন্য ব্যবহারকারীরা কত অর্থ পান, সেটি বিবেচনা করা হয়েছে। হুপারের পরিসংখ্যান অনুযায়ী প্রতিটি পোস্টের জন্য ৩৫ কোটি ৪৯ লাখ টাকা পান রোনালদো। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা প্রায় ৬০ কোটি। অন্যদিকে প্রতিটি পোস্টের জন্য ২৮ কোটি ৫৬ লাখ টাকা পান আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসি।
শুধু ইনস্টাগ্রামের আয়েই শীর্ষে নন, গত মে মাসে ফোর্বসের তালিকায়ও শীর্ষ আয়ের ক্রীড়াবিদ হয়েছিলেন রোনালদো। ২০১৭ সালের পর প্রথমবার আবারো ফোর্বসের তালিকায় শীর্ষে ছিলেন আল নাসরের অধিনায়ক। ২০২৩ সালের সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড় হওয়ায় গত মাসে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও নাম তোলেন পর্তুগিজ তারকা।