৪৩তম বিসিএস: লিখিত পরীক্ষার ফল আগামী সপ্তাহে
নিউজ ডেস্ক:
৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার সব খাতা দেখা শেষ হয়েছে। আগামী সপ্তাহে এই বিসিএসের ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। ফল প্রকাশের দিন মৌখিক পরীক্ষা শুরুর তারিখও জানিয়ে দেওয়া হবে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি সূত্র সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, পিএসসি’র সূত্রগুলো জানিয়েছে, গত মার্চ মাসে ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা দেখা শেষ হয়েছে। খাতাগুলো পুনর্নিরীক্ষার কাজও মোটামুটি গুছিয়ে নেওয়া হয়েছে। চলতি সপ্তাহে এই কাজ শেষ হবে। এরপর যেকোনো সময় ফল প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষার ফল প্রকাশের ১০ থেকে ১৫ দিনের মধ্যে মৌখিক পরীক্ষা শুরু হবে।
প্রসঙ্গত, ২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। যার ফল ২০২২ সালের ২০ জানুয়ারি প্রকাশ করা হয়। এতে ১৫ হাজার ২২৯ জন উত্তীর্ণ হয়েছেন।