কালিগঞ্জের নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান সাময়িক বরখাস্ত
রঘুনাথ খাঁ:
নাশকতার মামলায় অভিযোগ গঠণ হওয়ায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউপি চেযারম্যান ও নলতা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মোঃ আজিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারি সচীব জেসমিন প্রধান গত ২৬ জুলাই এক চিঠিতে তাকে বরখাস্তের নির্দেশ দেন।
ঘটনার বিবরনে জানা যায়, ২০১৮ সালের ১৬ আগষ্ট ভোর সাড়ে চারটায় কালিগঞ্জ উপজেলার সন্ন্যাসীর চক গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে সংসদীয় নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে নাশকতার পরিকল্পনাকালে পুলিশ সেখানে অভিযান চালিয়ে কয়েকজন জামায়াত -বিএনপি’র নেতা কর্মীকে গ্রেপ্তার করে। এ ঘটনায় কালিগঞ্জ থানার উপপরিদর্শক প্রসেন কুমার সানা বাদি হয়ে ওইদিন ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে জিআর-১৫৭/১৮ নং মামলা দায়ের করেন। মামলার তদন্তকারি কর্মকর্তা উপপরিদর্শক জাহাঙ্গীর আলম নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের নাম ২৩ ক্রমিকে অন্তর্ভুক্ত করিয়া ২০১৯ সালের ১৪ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সম্প্রতি সাতক্ষীরার বিশেষ ট্রাইব্যুনাল-২ এ ওই মামলার (এসটিসি ২৪/২০১৯) অভিযোগ গঠণ করা হয়। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন,২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ি সাতক্ষীরা জেলা প্রশাসক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন। সে অনুযায়ি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচীব জেসমিন প্রধান তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন। এ আদেশের কপি ২৭ জুলাই সাতক্ষীরা জেলা স্থানীয় সরকার বিভাগে এসে পৌঁছায়। সেখান থেকে চিঠিটি কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে রবিবার নলতা ইউনিয়ন পরিষদে এসে পৌঁছায়।
নলতা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত সচীব মঞ্জুরুল আলম ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের বরখাস্তাদেশ সংক্রান্ত চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের পাশে কয়েক মাস আগে সংঘটিত একটি নাশতকার মামলায় জেল হাজতে রয়েছেন। আজিজুর রহমানের বিরুদ্ধে নলতা ইন্দ্রনগর মোড়ে হামলা ও মারপিটের অভিযোগে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেনের গত বছরের ১৮ সেপ্টেম্বর দায়েরকৃত মামলায় তদন্তকারি কর্মকর্তা পুলিশ পরিদর্শক এবাত আলী গত ৭ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন।