বাংলাদেশের এশিয়া কাপের দল প্রায় চূড়ান্ত
স্পোর্টস ডেস্ক:
দরজার কড়া নাড়ছে এশিয়া কাপ। এখন পর্যন্ত টুর্নামেন্টটির জন্য প্রাথমিক কিংবা চূড়ান্ত কোনো দলই ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে গুঞ্জন আছে, দল একপ্রকার চূড়ান্ত হয়ে গেছে। যেখানে ওপেনিং ও সাত নম্বর পজিশনে রাখা হয়েছে একাধিক বিকল্প।
মূলত অধিনায়ক নির্ধারণ না হওয়ায় এখন পর্যন্ত দল ঘোষণা করেননি নির্বাচকরা। তামিম ইকবাল নেতৃত্ব ছাড়ার ও এশিয়া কাপ না খেলার ঘোষণা কারণে নতুন অধিনায়ক নিয়ে ভাবছে বিসিবি। এক্ষেত্রে ওয়ানডেতে অধিনায়ক হিসেবে তামিমের স্থলাভিষিক্ত হতে পারেন সাকিব আল হাসান।
সাকিবকে মনোনীত করলেও কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে। এ অলরাউন্ডারের সঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের আলোচনা করার কথা রয়েছে। তবে বোর্ড সভাপতির নির্দেশনা পেয়ে জাতীয় দল-সংশ্লিষ্ট কেউ কেউ সাকিবের সঙ্গে দল নির্বাচন ইস্যুতে যোগাযোগ করছেন বলে জানা গেছে।
বিসিবির একটি সূত্রে জানা গেছে, বিশ্বকাপ ট্রফি প্রদর্শন অনুষ্ঠানে যোগ দেয়ার পর পরিচালকদের সঙ্গে কথা বলে অধিনায়ক ও এশিয়া কাপের দল অনুমোদন দেবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
প্রথম থেকেই পাপন বলছেন, এশিয়া কাপের দল নিয়েই বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। সে কারণে পুলটা একটু বড় রাখা হবে। ২০ থেকে ২২ জনকে পুলে রাখা হলেও ১৫ জন যাবেন এশিয়া কাপে। চোটজনিত সমস্যার কারণে খেলোয়াড় পরিবর্তন করতে হলে পুল থেকে নেয়া হবে।
এশিয়া কাপের পারফরম্যান্স দেখে বিশ্বকাপের স্কোয়াড বেছে নেবেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কোমরের ব্যথার কারণে এশিয়া কাপ খেলছেন না তামিম । নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরবেন তিনি। বাঁহাতি এ ওপেনার ফিরলে বিশ্বকাপের দল থেকে বাদ পড়তে হবে একজনকে।
তবে এ মুহূর্তে তামিমের না থাকা নতুন করে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ করে দিয়েছে। ইমার্জিং এশিয়া কাপে ভালো খেলায় বেশ কয়েকজন ক্রিকেটারকে পুলে রাখা হয়েছে। ওপেনার তানজিদ হাসান, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়কে ওপেনিংয়ে বিবেচনা করা হচ্ছে।
লিটন কুমার দাসের জুটিতে ভাবা হচ্ছে তানজিদকে। ওপেনিংয়ে বিকল্প ব্যাটারও থাকবে একজন। সাত নম্বর পজিশনের জন্য লড়াই চলছে সৌম্য সরকার ও শেখ মেহেদীর। জাতীয় নির্বাচক প্যানেলের পছন্দ শেখ মেহেদীকে। ইমার্জিং এশিয়া কাপে বোলিং, ব্যাটিং দুটোই ভালো করেছেন তিনি।