তালায় সদ্য নির্মাণ রাস্তায় শুরু হয়েছে ভাঙন
ফারুক সাগর:
সাতক্ষীরার তালা উপজেলায় বলরামপুর থেকে বালিয়াদহ পর্যন্ত সদ্য নির্মাণ কাজ সম্পন্ন হওয়া গ্রামীণ সড়কে ভাঙন দেখা দিয়েছে। সম্প্রতি বৃষ্টির কারণে এই ভাঙন দেখা দেয়। স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের অধীনে ১৮০০ মিটার সড়কের পিচের কাজ সম্পন্ন হয় প্রায় এক মাস আগে। এর মধ্যে সদ্য নির্মাণ কাজ সম্পন্ন সড়কে ভাঙনের কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে,বলরামপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কের দুই পাশে ভেঙে পড়েছে। প্রায় ১০ থেকে ১৫ হাত সড়কের এক পাশে বড় আকারের দুইটি ভাঙন দেখা দিয়েছে।
ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলতি কারণে এই ভাঙন দেখা দিয়েছে বলে দাবি করেন স্থানীয় সাবেক বলরামপুর ওয়ার্ড আ”লীগের সাধারণ সম্পাদক কামরুল শেখ। দ্রুত সংস্কার না করা হলে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
আমারা প্রতিনিয়ত এই সড়ক ব্যবহার করে জেলা ও উপজেলায় যাত্রী পরিবহন করি। বড় গাড়ি আসলে আমাদের সড়কের পাশে দাঁড়িয়ে থাকতে হয়। নতুন কোন চালক এই সড়ক ব্যবহার করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ভাড়া মোটর সাইকেল চালক হামিদুর গল্দার।
সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স বসু টের্ডারসের স্বাধিকারী কল্যাণ বসু সাথে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল নম্বর ০১৭১১৩৪৯১৬৭ বন্ধ পাওয়া যায়।
সাবেক খলিশখালী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও উপজেলা সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান বলেন,নকশায় ত্রুটির কারণে নির্মাণ সম্পন্ন হওয়ার পরপরই ভাঙন দেখা দিয়েছে। এর ফলে সড়কে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
তালা উপজেলা প্রকৌশলী কর্মকর্তা রবীন্দ্রনাথ হালদার বলেন,তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন সড়কের ভাঙন এলাকা পরিদর্শন করেছেন। সড়কটি সংস্কারে জন্য সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানকে জানানো হয়েছে। বৃষ্টি একটু কমে আসলে কয়েকদিনের মধ্যে তারা কাজ আরম্ভ করবে বলে আশ্বস্ত করেন তিনি।
Please follow and like us: