কলারোয়ায় সীমান্ত বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে ফলজ বৃক্ষের চারা বিতরণ
জুলফিকার আলী, কলারোয়া:
কলারোয়ায় প্রতিবারের ন্যায় এবারও সীমান্ত বহুমুখী সমবায় সমিতির সদস্যদের মধ্যে বিনামূল্যে গাছের
চারা বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে “চারা লাগিয়ে যতœ করি,
সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পৌরসভাধীন ঝিকরা
সীমান্ত বহুমুখী সমিতির সভাপতি আল আমিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন-কলারোয়া পৌরসভার মেয়র
মাস্টার মনিরুজ্জামান বুলবুল। বিশেষ অতিথির বক্তব্য দেন-পৌর কাউন্সিলর
শেখ জামিল হোসেন, কাউন্সিলর সন্ধ্যা রাণী বর্মণ, দিতি খাতুন, সহকারী
অধ্যাপক শামছুর রহমান, সমিতির সদস্য শাদমান সাব্বির, শহিদুল ইসলাম, গঙ্গা
মনি বিশ্বাস, বরুন মন্ডল। এর আগে বক্তব্য দেন-সীমান্ত বহুমুখী সমবায়
সমিতির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন। সমিতির শ্রেষ্ঠ ৩ জন সঞ্চয়কারীকে
বর্ষসেরা পুরষ্কৃত ও সকল সদস্যদের মধ্যে ৩০০’শ ৭০পিচ ফলজ বৃক্ষের চারা
বিতরণ করা হয়।