কলারোয়ায় শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মদিনে শ্রদ্ধা নিবেদন-স্মৃতিচারণ
কামরুল হাসান।।
কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার(৫ আগষ্ট) সকালে দিনটি পালনে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানার অফিসার ইনচার্জ মোহা: মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আলিমুর রহমান, সিনিযর মৎস্য অফিসার রবীন্দ্র নাথ মন্ডল,
শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু মহিলা কলেজের সহকারী অধ্যাপক অসীম কুমার ঘোষসহ শিক্ষকমন্ডলী ও সুধিবৃন্দ। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাস। সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহা: মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আলিমুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, উপজেলা শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মর্তা মমতাজ পারভীন, কন্ঠ শিল্পী শিলা রানী হালদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধিবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার জিয়াউল হক জিয়া।
Please follow and like us: