ইউক্রেনের ব্লাড ব্যাংকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনের ওপর মস্কো শনিবার থেকে আক্রমণের পরিমাণ বৃদ্ধি করেছে। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, মস্কো তাদের ব্ল্যাড ব্যাংক লক্ষ্য করে হামলা চালায় । এ হামলাকে যুদ্ধপরাধ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।
এই হামলার পরপরই একটি গুরুত্বপূর্ণ কারখানায় হামলা চালায়। দু’ট হামলাই কিয়েভের কের্চ প্রণালীতে একটি রাশিয়ান ট্যাঙ্কারকে আঘাত করার কয়েক ঘণ্টা পর করা হয়।
গতমাসে মস্কো একটি ইউক্রেনীয় শস্যচুক্তি থেকে বের হয়ে আসার পর এটিই সর্বশেষ হামলা ।
রাশিয়ান বাহিনী উত্তর-পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলে ব্ল্যাড ব্যাংকে আঘাত করার কথা উল্লেখ করে জেলেনস্কি বলেন, ‘নিহত ও আহত হওয়ার খবর পাওয়া গেছে।’
জেলেনস্কি আরো বলেন, রাশিয়ার সীমান্ত থেকে একটু দূরে কুপিয়ানস্কের কেন্দ্রে একটি ‘গাইডেড এয়ার বোমা’ আঘাত হানে।
সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, উদ্ধারকারীরা আগুন নিভিয়ে দিয়েছে। এই যুদ্ধপরাধ রুশ আগ্রাসন সম্পর্কে সবকিছু বলে।
এই হামলার আগে ইউক্রেনের অ্যারোনটিক্স গ্রুপ মোটর সিচ-এর একটি ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে জানান জেলেনস্কি।