আশাশুনিতে শহীদ শেখ কামালের জন্ম বার্ষিকী পালন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪ তম জন্ম বার্ষিকী উপজেলা বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ উপজেলা পর্যায়ে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি পালন করা হয়। শনিবার (৫ আগষ্ট) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
দিবসের শুরুতে উপজেলা পরিষদ মিলনায়নের সামনে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও রনি আলম নূর ও উপজেলা পরিষদের পক্ষে ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তীন নেতৃত্বে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে প্রভাষক রতন কুমার ও নূরুল ইসলামের নেতৃত্বে আশাশুনি মহিলা কলেজ ও আশাশুনি সরকারি কলেজের পক্ষে শিক্ষকমন্ডলী ও বিএনসিসি দল পুস্পমাল্য অর্পন করেন। পুস্পমাল্য অর্পন শেষে হল রুমে ‘বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর জীবনী নিয়ে আলোচনা সভা ও স্মৃতি চারণ অনুষ্ঠান করা হয়। সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, ইউএনও মোঃ রনি আলম নূর ও প্রধান আলোচক হসিাবে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল হান্নান। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম। একাডেমীক সুপারভাইজার হাসানুজ্জামানের স ালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে আলোচনা রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, ভেটেরিনারী সার্জন ডাঃ তরিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, পিআইও সোহাগ খান, আরডিও আবু বিল্লাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আলহাজ্ব আজিজুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা হোসনেয়ারা খানম প্রমুখ।
কাকবাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ঃ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪ তম জন্ম বার্ষিকী উপলক্ষে প্রতিকৃতিতে মাল্যাদন ও স্মৃতি চারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্কুলের শিক্ষকমন্ডলী আলোচনায় অংশ নেন।