শেখ কামালের জন্মবার্ষিকী-সাতক্ষীরা জেলা প্রশাসনের কর্মসূচি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্ম বার্ষিকী আগামীকাল।
শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানার ভাই, বাংলাদেশের আধুনিক ফুটবলের অন্যতম পথিকৃৎ এবং আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা-সভাপতিও ছিলেন শেখ কামাল।
শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের কর্মসূচি গ্রহণ করেছে।
এসব কর্মসূচির মধ্যে রয়েছে, ৫ আগস্ট সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,
সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর জীবন ও কর্মের বিষয়ে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান,
বাদ যোহর কালেক্টরেট জামে মসজিদসহ সকল মসজিদে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর রূহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন,
বিকাল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক দেশব্যাপী গাছের চারা রোপন ও বিতরণ কার্যক্রমের উদ্বোধন,
বিকাল ৪টায় সাতক্ষীরা স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন। উক্ত প্রীতি ফুটবল ম্যাচে সাতক্ষীরা জেলা প্রশাসন বনাম সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা প্রতিদ্বন্দ্বীতা করবে।
এছাড়া আগস্ট মাসব্যাপি সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪তম জন্মবার্ষিকী উদ্যাপন বিষয়ক একটি দৃষ্টিনন্দন ব্যানার সকল দপ্তর, সংস্থা, ক্রীড়া ফেডারেশন, বোর্ড, এসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থার অফিসের সামনে, গেটে, গুরুত্বপূর্ণ স্থানে প্রদর্শন, স্থাপন করা হবে।
সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে উক্ত কর্মসূচির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।