শিশুদের ফোন ব্যবহারে সময় বেঁধে দিতে চায় চীন
আন্তর্জাতিক ডেস্কঃ
স্মার্ট ফোনের প্রতি শিশুদের আসক্তি দিন দিন বাড়ছেই। আর এ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ চীন। দেশটির সাইবারস্পেস নিয়ন্ত্রক সংস্থা (সিএসি) শিশুদের মোবাইল ফোন ব্যবহারের সময়সীমা বেঁধে দেওয়ার কথা ভাবছে।
সংস্থাটি বুধবার জানায়, যাদের বয়স ১৮ বছরের নিচে তাদের দিনে শুধু দুই ঘণ্টা মোবাইল ব্যবহারের সুযোগ দেওয়া উচিত। যাদের বয়স ১৬ থেকে ১৮ বছর তারা দিনে সর্বোচ্চ দুই ঘণ্টা, ৮ থেকে ১৬ বছর বয়সী শিশুরা এক ঘণ্টা এবং ৮ বছরের নিচে যাদের বয়স তারা শুধুমাত্র ৮ মিনিট মোবাইল ব্যবহার করতে পারবে।
সংস্থাটি আরো জানায়, তারা চায় স্মার্ট ফোন উৎপাদনকারীরা ‘মাইনর মুড’ পোগ্রাম নামে একটি ব্যবস্থা চালু করুক। যেটিতে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত ১৮ বছরের নিচের অর্থাৎ শিশুরা ইন্টারনেট ব্যবহার করতে পারবে না। এছাড়া মোবাইল ব্যবহারের ক্ষেত্রেও সময়সীমা নির্ধারণ করে দিতে হবে।
সংস্থাটি সঙ্গে এও জানিয়েছে, বাবা-মা চাইলে যেন নির্ধারিত সময়সীমা পরিবর্তন করতে পারেন সেই ব্যবস্থাও রাখতে হবে।
এদিকে সাইবারস্পেস নিয়ন্ত্রক সংস্থার এমন প্রস্তাবে প্রযুক্তির বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের মূল্যে এরই মধ্যে কমেছে।