এশিয়া কাপে থাকছেন না তামিম ইকবাল
আসন্ন এশিয়া কাপে বাংলাদেশের জার্সিতে দেখা যাবে না তামিম ইকবালকে। কোমরের অবস্থা বিবেচনায় এশিয়া কাপের স্কোয়াডে থাকছেন না টাইগারদের সাবেক এ অধিনায়ক।
বৃহস্পতিবার তামিমের শারীরিক অসুস্থতা নিয়ে এমন তথ্য জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি বলেন, বর্তমান কোমরের অবস্থা বিবেচনা করে এশিয়া কাপে থাকছেন না তামিম।
এর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় আলোচনা শেষে টাইগারদের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন তামিম ইকবাল।
গেল জুলাইয়ে কোমরের চোটের চিকিৎসা নিতে ইংল্যান্ডে বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়েছিলেন তামিম। পরে কোমরে দুটি ইনজেকশন নেন তিনি। এরপর রোববার দেশে ফেরেন এ বাঁহাতি ওপেনার।
মূলত চিকিৎসা শেষে তামিমের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছিল এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াড। যেহেতু অধিনায়কত্ব ও এশিয়া কাপে থাকছেন না তিনি। ফলে টাইগারদের নতুন অধিনায়ক কে হচ্ছেন, এখন সবার নজর সেদিকেই।
Please follow and like us: