নাশকতার মামলায় সাতক্ষীরায় বিএনপি ও জামায়াতের ৬৫ নেতাকর্মী গ্রেপ্তার
রঘুনাথ খাঁ:
সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে কালিগঞ্জ উপজেলা কৃষকদলের সাবেক আহবায়ক
সোহেল রানাসহ বিএনপি ও জামায়াতের ৬৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত
তাদেরকে জেলার বিভিন্ন স্থনে থেকে গ্রেপ্তার করা হয়। বৃহষ্পতিবার বিকাল ৫টায় তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে আরও রয়েছেন- কালিগঞ্জের রতনপুর ইউনিয়নের বিএনপি নেতা ইউপি সদস্য আব্দুল কাদের, বিষ্ণুপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সদর উপজেলার কুচপুকুর গ্রামের জামায়াত নেতা মতিয়ার রহমান, চুপড়িয়া ইউনিয়নেনর
আব্দুর রহমান সহ মোট ৬৫ জন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা সরকার উৎখাতের উদ্দেশ্যে নাশকতার পরিকল্পনা করছিলো। গোপনসূত্রে খবর পেয়ে জেলার
বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে ককটেলসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরকদ্রব্যের বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন তদন্তাধীন নাশকতার মামলায় সাতক্ষীরা সদর, শ্যামনগর, কালিগঞ্জ, আশাশুনি ও তালা থানা থেকে ৬৫জন জামায়াত ও বিএনপি’র নেতা কর্মীকে বৃহষ্পতিবার বিকেলে আদালতে পাঠানো হয়। পরে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।