রোনালদোকে পেছনে ফেললেন মেসি
স্পোর্টস ডেস্ক:
ইউরোপ অধ্যায় শেষে একজন আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে। অন্যজন খেলছেন সৌদি ক্লাব আল নাসরের জার্সিতে। তবুও নানা কারণে প্রতিনিয়তই আলোচনায় উঠে আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি ও পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
ক্যারিয়ারের উড়ন্ত সময়ে ইউরোপের জনপ্রিয় দুই ফুটবল ক্লাব ছাড়েন মেসি-রোনালদো। কিন্তু তাতে কি? ব্যক্তিগত অর্জনের ঝুলি ঠিকই ভরছেন তারা। তারই ধারাবাহিকতায় নতুন রেকর্ডের তালিকায় স্থান পেয়েছেন সময়ের অন্যতম এ দুই তারকা।
সম্প্রতি আরব ক্লাব চ্যাম্পিয়নশিপে হেড করে দুর্দান্ত গোলের দেখা পেয়েছেন রোনালদো। এতে জার্মান কিংবদন্তি গার্ড মুলারকে টপকে গেছেন তিনি। মূলত ফুটবল ক্যারিয়ারে হেডে ১৪৫টি গোল করেছেন সিআর সেভেন। ফলে ১৪৪ গোল করা মুলারকে ছাড়িয়ে গেছেন এ পর্তুগিজ তারকা।
কদিন আগে বেশি আয় করা ফুটবলার হিসেবে মেসিকে টপকে গেছেন রোনালদো। তবে গিনেজ বুক অব ওয়ার্ল্ডের নতুন এক সমীক্ষায় রোনালদোকে ছাপিয়ে গেছেন মেসি।
মঙ্গলবার গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ টুইট করে ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি রেকর্ডের মালিকের একটি তালিকা প্রকাশ করে। যেখানে তালিকার শীর্ষে দেখানো হয় মেসিকে। আর রোনালদো আছেন দুইয়ে। এছাড়া তিনে আছেন রবার্ট লেভানদোভস্কি, চারে কিলিয়ান এমবাপ্পে ও পাঁচে নেইমার জুনিয়র।
গিনেজ বুকের রেকর্ডে দেখানো হয়, ক্যারিয়ারে ৪১টি রেকর্ড নিয়ে সবার ওপরে আছেন মেসি। এক রেকর্ড কম নিয়ে দুইয়ে অবস্থান রোনালদোর। সেরা তিনে আছেন রবার্ট লেভানদোভস্কি, তার রেকর্ড সংখ্যা মাত্র ৯। চারে থাকা কিলিয়ান এমবাপ্পের ৫টি ও পাঁচে নেইমার জুনিয়রের ৪টি রেকর্ড রয়েছে।