শ্যামনগরে অবৈধ বালু উত্তোলনের দায়ে জরিমানা ও সরঞ্জাম জব্দ
আশিকুজ্জামান লিমন, শ্যামনগর, সাতক্ষীরা-
সাতক্ষীরার শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আরিফুর ইসলাম (৩০) নামের এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
৩০ জুলাই ২০২৩ তারিখ রবিবার বিকালে উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের জয়নগর এলাকায় অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান এ আদেশ দেন।
আরিফুর ইসলাম পার্শ্ববর্তী কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা এলাকার জহুর আলীর ছেলে। জরিমানার পাশাপাশি বালু উত্তোলনে ব্যবহৃত তাঁর সরঞ্জাম জব্দ করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান বলেন, উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের জয়নগর এলাকায় একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে আজ সেখানে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও সেখান থেকে বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন ও বালু উত্তোলনে ব্যবহৃত তাঁর সরঞ্জাম জব্দ করা হয়েছে। প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Please follow and like us: