জলবায়ু ন্যায্যতার দাবিতে খোলপেটুয়া নদীর চরে রিভার স্ট্রাইক
ডেস্ক রিপোর্ট:
শ্যামনগরের খোলপেটুয়া নদীর চরে জলবায়ু ন্যায্যতার দাবিতে রিভার স্ট্রাইক কর্মসূচি পালন করেছে উপকূলীয় যুব সংগঠন কোস্টাল উয়ূথ নেটওয়ার্ক।
রবিবার (৩০ জুলাই) সকালে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও সিডোর সহযোগিতা আসন্ন জলবায়ু সম্মেলন (কপ-২৮) কে সামনে রেখে এই কর্মসূচি পালন করে তারা।
এসময় কোস্টাল ইয়ূথ নেটওয়ার্কের পরিচালক রাইসুল ইসলাম, আহবায়ক আলতাপ হোসেন, কাশিমাড়ী ইউনিটের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলামসহ স্থানীয় যুবরা এই কর্মসূচিতে অংশ নেন।
তারা বলেন, জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। কিন্তু এ জন্য বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয়। ইতোমধ্যে জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবে উপকূলের মানুষ নানামুখী বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। এজন্য অবশ্যই দায়ী দেশগুলোকে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষতিপূরণ দিতে বাধ্য করতে হবে। #