চাম্পাফুল আপ্রচ হাই স্কুলে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার সীমান্তবর্তী চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র বিদ্যাপীঠের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচি পরিচালনা করা হয়েছে। রবিবার (৩০ জুলাই) সকালে স্কুল ক্যম্পাসে এ কর্মসূচি পরিচালনা করা হয়।
‘বেশি বেশি গাছ লাগাই, সবুজে পরিবেশ সাজাই’ Ñ পতিপাদ্য সামনে রেখে ‘আমরা’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও খাদিজা ফাউন্ডেশন এ কর্মসূচি বাস্তবায়ন করে। চারা বিতরণ কালে বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আব্দুল হাকিমসহ সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ‘আমরা’ এর সভাপতি অলিউল্লাহ, সাধারণ সম্পাদক নাজমুল হুসাইন, স্কুল কার্যক্রম বিষয়ক সম্পাদক আবির হোসেন, উপদেষ্টা আসাদুল্লাহ আল মাসুদ, ‘খাদিজা ফাউন্ডেশনের’ ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক কৃষি ব্যাংক কর্মকর্তা গোলাম মোস্তফা, আল মামুন রেজা ও নজরুল ইসলাম গাইন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১০০০ মূল্যবান বৃক্ষ বিতরণ করা হয়।
খাদিজা ফাউন্ডেশনের পরিচালক গোলাম মোস্তফা বলেন, বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ একটি মহৎ কাজ। আমি আমার পক্ষ থেকে সংগঠনের সকল সদস্যকে ধন্যবাদ জানাই। নিজেকে এই কাজে সম্পৃক্ত রাখতে পেরে খুবই ধন্য মনে হচ্ছে। ‘আমরা’ সংগঠনের সভাপতি অলিউল্লাহ বলেন, আমাদের সংগঠনের পক্ষ থেকে এর আগেও বৃক্ষ রোপন কার্যক্রম পরিচালিত হয়েছে। তবে এবার বৃহৎ পরিসরে সকল শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ কার্যক্রম শুরু করেছি। আশা করি ভবিষ্যতে এ কার্যক্রম অবহৃত থাকবে। তিনি প্রত্যেকের বাড়ির আঙ্গিনায় অন্তত একটি করে হলেও ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা উচিত বলে মতামত ব্যক্ত করেন।