স্কুলের পরীক্ষার্থী মাত্র ৩, পাস করেনি কেউ
নিউজ ডেস্ক:
এবার এসএসসি পরীক্ষায় নড়াইল সদর উপজেলার তালতলা-মূলদাইড় মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে তিন শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি।
রোববার এ তথ্য নিশ্চিত করেছেন নড়াইল জেলা শিক্ষা অফিসার মো. হায়দার আলী।
জানা গেছে, ১৯৯৭ সালে নড়াইল সদর উপজেলার তালতলা-মূলদাইড় মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি স্থাপিত হয়। বর্তমানে স্কুলে মাত্র পাঁচজন শিক্ষক রয়েছে। তাদের নেই কোনো বেতন-ভাতা। এ কারণে পড়ালেখাও তেমন হয় না। তবে স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়া তিন শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল আলীম ফকির জানান, এবার এসএসসি পরীক্ষায় তিন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। কিন্তু তিন শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছে। গত কয়েক বছর যারা পরীক্ষা দিয়েছিল তারা প্রায় শতভাগ পাস করেছে। তারপরও স্কুল এমপিওভুক্ত হয় না। বিনা বেতনে কে কতদিন শ্রম দেবে।
শিক্ষা অফিসার মো. হায়দার আলী বলেন, শিক্ষকরা বেতন না পাওয়ায় এ সমস্যা হয়েছে। তবে নড়াইলে যেন এ ঘটনার পুনরাবৃত্তি না হয়, আমরা সেই চেষ্টা করব।