দ্বিতীয় খেলায় মাসুরাকে হারিয়ে ফাইনালে তহুরার দল
নিজস্ব প্রতিনিধি: ওয়ারিয়র স্পোর্টস একাডেমী ফুটবল চাম্পিয়নশীপ ২০২৩ এর মহিলা ফুটবল দলের দ্বিতীয় খেলায় মাসুরা পারভীন ও মার্জিয়াদের হারিয়ে ফাইনালে উঠেছে রূপনা চাকমা ও তহুরাদের দল।
শনিবার বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে সাতক্ষীরা স্পোর্টস একাডেমী ও চিংড়ি বাংলা ক্লাবের মধ্যকার মহিলা ফুটবল দলের খেলা অনুষ্ঠিত হয়। এতে চিংড়ি বাংলা ক্লাব ২-১ গোলে জয় লাভ করে।
সাতক্ষীরা স্পোর্টস একাডেমীতে সাফ জয়ী দলের সদস্য মাসুরা পারভিন ও মার্জিয়া এবং চিংড়ি বাংলা ক্লাব সাতক্ষীরাতে রূপনা চাকমা ও তহুরা খেলেন।
খেলার প্রথমার্ধের ২ মিনিটে সাতক্ষীরা স্পোর্টস একাডেমীর ১০নং জার্সি পরিহিত তানিয়া চিংড়ি বাংলা ক্লাবের জালে বল জড়িয়ে দলকে ১-০ তে এগিয়ে নিয়ে যান।
বাংলাদেশর নারী ফুটবল দলের ডিফেন্ডার ও দলীয় অধিনায়ক মাসুরা পারভিন উপরে উঠে একাধিক শর্ট নিলেও জাতীয় দলের গোলকিপার রূপনা সব বল ঠেকিয়ে দেন। প্রথমার্ধে এগিয়ে থালেও মাসুরার দল এগিয়ে থাকলেও দ্বিতীয় আর্ধের শুরু থেকেই চাপে ফেলতে থাকেন জাতীয় দলের আরেক ফুট বলার তহুরা। দ্বিতীয় আর্ধের দুই মিনিটেই ১০নং জার্সি পরিহিত তহুরার গোলে সমতায় ১-১ সমতায় আসে। এরপর মাসুরা রক্ষণভাগ ছেড়ে উপরে উঠে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেও আর পারেনি।
খেলার ৫৫ মিনিটে চিংড়ি বাংলা ক্লাবের শারমিন আরো একটি গোল করে দলকে ২-১ এগিয়ে নেয়। এরপর সাতক্ষীরা স্পোর্টস একাডেমীর খাদিজা অখেলোয়াড়চিত আচরণের জন্য লাল কার্ড পেয়ে মাঠের বাইরে চলে গেলে দল আরও বিপদে পড়ে যায়। চিংড়ি বাংলা ক্লাব ২-১ গোলে এগিয়ে থেকে ফাইনালের টিকিট নিশ্চিত করে। দলের পক্ষে তানিয়া, তহুরা ও শারমিন ১টি করে গোল করেন। ম্যাচ পরিচালনা করেন ফিফা এলিট রেফারী সালমা আক্তার মনি।
টুর্ণামেন্টের পুরুষ অনুর্ধ-১৭ এর দ্বিতীয় খেলায় ব্রাঘ্যতট ক্রীড়া চক্র সাতক্ষীরা এবং এসবি আলী ফুটবল একাডি মুখোমুখি হয়। এতে ব্রাঘ্যতট সাতক্ষীরা ১-০ গোলে বিজয়ী হয়।
রবিবার মহিলা ফুটবল দলের ফাইনাল খেলায় এ. আর. স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে চিংড়ি বাংলা ক্লাব। এ. আর. স্পোর্টিং ক্লাবে জাতীয় দলের মারিয়া মান্ডা ও মাতসুসিমা সুমাইয়া এবং চিংড়ি বাংলা ক্লাব সাতক্ষীরাতে রুপনা চাকমা ও তহুরা খেলবেন। পুরুষ অনুর্ধ-১৭ দলের ফাইনাল খেলায় ব্রাঘ্যতট ক্রীড়া চক্র সাতক্ষীরা মুখেমুখি হবে আরামবাগ ফুটবল একাডেমী।
ধারাভাষ্যে ছিলেন ইসমাইল হোসেন মিলন।
Please follow and like us: