শ্যামনগরে পানি নষ্ট করে সুপেয় পানির পুকুর থেকে মাছ ধরার অভিযোগ 

শ্যামনগর প্রতিনিধি:-
শ্যামনগরে পানি নষ্ট করে সুপেয় পানির পুকুর থেকে মাছ ধরার অভিযোগ উঠেছে ৷ উপকূল অঞ্চলে মানুষের প্রধান সমস্যা সুপেয় পানির ৷ বেশির ভাগ মানুষ পুকুরের পানি পান করে থাকে ৷ উপজেলার রমজাননগর ইউনিয়নে কৈখালী ভূমি অফিসের জায়গার উপর একটি পুকুর আছে ৷ যা কয়েকটি গ্রামের মানুষ ঐ পুকুরে পানি পান করে থাকে ৷
পুকুরে সুশিলনের দেওয়া একটি পানি শোধিত পিএসএফ ফিল্টার ছিলো যা সংকুলন না হওয়ায় ইউপি চেয়ারম্যান শেখ আল-মামুন নতুন আর একটি পিএসএফ ফিল্টার বিআরডিবি মাধ্যমে স্থাপনের ব্যবস্থা করেছেন ৷ যার কাজ চলমান রয়েছে ৷
অভিযোগ উঠেছে, উপজেলা সহকারী ভূমি কমিশনার (ভূমি) নিজ  উপস্থিত হয়ে কয়েক দিন পর পর কৈখালী ভূমি অফিসে থাকা কয়েকজন কেয়ারটেকার দ্বারা মাছ ধরে নিয়ে যান ৷
গত ১৪ জুলাই ২০২৩ তারিখ শুক্রবার ভোরে পুকুরটিতে জাল টানা দিয়ে মাছ ধরেন ৷ প্রায় ৩ দিন ঐ পুকুরে পানি পান করতে পারেনি সাধারণ মানুষ ৷ পরে এলাকাবাসী মিলে চুন দিয়ে পুনরায় পানি পরিস্কার করে নতুন করে পানি পান করেন৷
কিন্তু পুনরায় ২৮ জুলাই ২০২৩ তারিখ শুক্রবার ভোরে পুকুরটিতে জাল টানা দিয়ে মাছ ধরেন ৷ এতে করে পুকুরের পানি পান করার মোটেও পরিস্থিতি নেই ৷
রফিকুল ইসলাম জানান, ভোরে এসিল্যান্ড স্যার লোক দিয়ে মাছ ধরে নিয়ে গেছেন পুকুরের পানি খাওয়ার মত নেই ৷
প্রশাদ সরদার বলেন, কয়েকদিন আগে একুই অবস্থা ছিলো ৷ আমরা নিজেরা খরচ করে পানি পরিস্কার করি ৷ আবার সেই কাজ করলো ৷
দেবি রঞ্জন বলেন, তাদের মাছ তারা ধরে নিয়ে যাবে কিন্তু ২/৩ দিন আগে থেকে বললে তো আমরা পানি সংরক্ষণ করে রাখতে পারি ৷
বিষয়টি নিয়ে উপজেলা সহকারী ভূমি কমিশনার (ভূমি) আসাদুজ্জামান খানের সাথে মোবাইলে কথা বললে তিনি বলেন, আমাদের পুকুরে মাছ আমরা ধরেছি ৷
উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বার বার ফোন দেওয়ার পরও তিনি ফোন রিসিভ করেননি ৷
বর্তমান সাধারণ মানুষ সূপেয় পানি সংকটে ভুগছে ৷
Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)