শ্যামনগরে অপরাধ দমনে বিট পুলিশের মতবিনিময়
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।
বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি, তথ্য দিন সেবা নিন এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়ন বিটে বিট পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জনগণকে দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে এবং সর্বোপরি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ২৭ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় কাশিমাড়ী ইউনিয়নের জয়নগর ত্রি-মোহনা বাজারে ও নতুন বাজারে রাত ৮ টায় বিট পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, ওসি তদন্ত হাফিজুর রহমান, কাশিমাড়ী বিট অফিসার এসআই সাখওয়াত হোসেন, মুক্তিযোদ্ধা সামছুর রহমান, কাশিমাড়ী ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য গাজী আব্দুল অহিদ, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহাবুদ্দীন সানা, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য জামিরুল আলম প্রমুখ।