আশাশুনির বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসির ফলাফল
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার বিস্তারিত ফলাফল পাওয়া গেছে। সকল প্রতিষ্ঠানের ফলাফল না পাওয়া যাওয়ায় ১৫টি স্কুলের ফলাফল প্রকাশ করা হলো। স্কুলগুলো হতে এবছর ১৯৭ জন এ+ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে সর্বোচ্চ এ+ পেয়েছে বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল হতে। এস্কুল হতে ৩১ জন এ+ পেয়েছে। ২৪ জন এ+ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়। এ+ প্রাপ্তদের মধ্যে গোল্ডেন এ+ রয়েছে কিছু যাদের সংখ্যা আলাদা করে দেখানো হয়নি।
বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল ঃ মোট পরীক্ষার্থী ছিল ১৩৩ জন, কৃতকার্য ১২৩, এ+ ৩১, এ ৫৫, এ- ২৩, বি ১৪ জন।
আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ঃ মোট পরীক্ষার্থী ৯৮, কৃতকার্য ১০০%। এ+ ২৪, এ ৫৬, এ- ১৩, বি ৪ ও সি ১ জন।
মিত্র তেতুলিয়া মাধ্যমিক বিদ্যালয় ঃ মোট পরীক্ষার্থী ৭৯ জন, কৃতকার্য ৭৮ জন। এ+ ২৩, এ ৩৭, এ- ১৪, বি ৪ জন।
শরাফপুর মাধ্যমিক বিদ্যালয় ঃ মোট পরীক্ষার্থী ৫৫, কৃতকার্য ৫৩ জন। এ+ ২০, এ ২৪, এ- ৬, বি ৩ জন।
কুঁন্দুড়িয়া পিএন মাধ্যমিক বিদ্যালয় ঃ মোট পরীক্ষার্থী ৮৪ ও ভকেশনাল ২৫, কৃতকার্য ৮১ জন ও ভকেশনাল ২৪ জন। এ+ ১৮ ও এ ৫৩ জন।
টেংরাখালী মাধ্যমিক বিদ্যালয় ঃ মোট পরীক্ষার্থী ৫১ জন, কৃতকার্য ১০০%। এ+ ১৮, এ ২৬ জন।
বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয় ঃ মোট পরীক্ষার্থী ৭৯ জন, কৃতকার্য ৭৮ জন। এ+ ১৩, এ ২৮, এ- ৪৬, বি ১ জন।
গোয়ালডাঙ্গা ফকিরবাড়ি মাধ্যমিক বিদ্যালয় ঃ মোট পরীক্ষার্থী ৭৬ জন। এ+ ১২ জন।
আনুলিয়া পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় ঃ মোট পরীক্ষার্থী ৪৪ জন, কৃতকার্য ১০০%। এ+ ১২, এ ২৯, এ- ৩ জন।
ত্রয়োদশ পল্লী মাধ্যমিক বিদ্যালয় ঃ মোট পরীক্ষার্থী ২৩, কৃতকার্য ২২ জন। এ+ ৮, এ ৬, এ- ৩ ও বি ১ জন।
মহিষাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ঃ মোট পরীক্ষার্থী ৬১ জন, কৃতকার্য ৫৬ জন। এ+ ৬, এ ২২, এ- ১১, বি ১২ ও সি ৫ জন।
গুনাকরকাটি শাহ মোহাম্মদ ইয়াহিয়া মাধ্যমিক বিদ্যালয় ঃ মোট পরীক্ষার্থী ৪৪, কৃতকার্য ৩৭ জন। এ+ ৪, এ ১০, এ- ১২, বি ৩ ও সি ৮ জন।
কামালকাটি মাধ্যমিক বিদ্যালয় ঃ মোট পরীক্ষার্থী ১৫, কৃতকার্য ১০০%। এ+ ৪, এ ৫, এ- ২, বি ৩ ও সি ১ জন।
কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয় ঃ মোট পরীক্ষার্থী ৩৫ জন, কৃতকার্য ৩২ জন। এ+ ২, এ ১২, এ- ১১, বি ৫ জন।
কচুয়া বিপিএনকে মাধ্যমিক বালিকা বিদ্যালয় ঃ মোট পরীক্ষার্থী ২৬ জন, কৃতকার্য ১০০%। এ+ ২, এ ১৪, এ- ৫, বি ৪ ও সি ১ জন।