সাতক্ষীরায় কলারোয়া ও ভোমরা সীমান্তে ১০পিস স্বর্ণের বারসহ দু’জন গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার ভোমরা ও কলারোয়া সীমান্তে পুলিশ ও বিজিবির পৃথক অভিযানে ১০পিস স্বর্ণের বারসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো দেবহাটার কুলিয়া গ্রামের মো. রইস উদ্দীন মোড়লের ছেলে মো. রবিউল ইসলাম (৬০) এবং কলারোয়ার দক্ষিণ ভাদিয়ালী গ্রামের মৃত শামছুল হকের ছেলে আসলাম হোসেন (৫২)।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফিজুর রহমানের জানান, বুধবার (২৬ জুলাই) সন্ধ্যায় কলারোয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আসলাম হোসেনকে গ্রেফতার করা হয়। সেসময় তার কাছ থেকে ৪টি স্বর্নের বার উদ্ধার করে পুলিশ। সেগুলো ভারতে পাচার করা হচ্ছিল। এ ঘটনায় মামলা হয়েছে।
এদিকে বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের এক প্রেস নোটে জানানো হয়েছে, ২৬ জুলাই রাতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্ত হতে ৬টি স্বর্নের বার উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় মো.রবিউল ইসলামকে। তার কাছ থেকে উদ্ধারকৃত স্বর্নেরওজন ১ কেজি ১৩৭ গ্রাম ৬৫০ মিলি গ্রাম। যার মূল্য ৯৬ লাখ ১ হাজার ৭৬৬টাকা।
প্রেস নোটে আরো বলা হয়, সাতক্ষীরা ৩৩ বিজিবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ২৬ জুলাই রাতে সাতক্ষীরা ভোমরা সীমান্ত দিয়ে বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচার হবে। উক্ত তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক এর সার্বিক দিক নির্দেশনায় নায়েক মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে ভোমরা বিওপি’র একটি চৌকষ আভিযানিক দল ভোমরা আইসিপির ফলমোড় এলাকায় গোপনে অবস্থান করে। এ সময় আভিযানিক দল মোঃ রবিউল ইসলাম আটক করে। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে কোমরে পেঁচানো কালো স্কচটেপ মোড়ানো অবস্থায় ৬টি স্বর্নের বার উদ্ধার করে।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা ও স্বর্নের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে।