বেনাপোল সানরাইজ স্কুলের উদ্দ্যোগে ডেঙ্গু পতিরোধে র্যালি ও লিফলেট বিতরণ
আঃজলিল:
আসুন নিজে বাচি,অন্যকে বাচায় এটাই হোক আজকের প্রতিপাদ্য বিষয়ের অন্যাতম শ্লোগান।দেশজুড়ে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর সংক্রমণ পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। ডেঙ্গুর প্রতিরোধ ও এডিস মশা নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের বেনাপোল দিঘীর পাড় সানরাইজ স্কুলের উদ্দ্যোগে ডেঙ্গু প্রতিরোধ মূলক জনসচেতনতা র্যালি ও লিফলেট বিতরণের কার্যক্রম অনুষ্ঠিত।
ইং ২৭/৭/২৩ তাং সকাল ১১ঘটিকার সময় বেনাপল দিঘীর পাড় সানরাইজ স্কুলের
আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ মূলক জনসচেতনতা জন্য বেনাপোল দিঘীরপাড় সানরাইজ স্কুলটি বেনাপোল পৌরসভার বাজার গুলোতে র্যালির পাশাপাশি লিফলেট বিতরণ করে।
এসময় স্কুলের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম বলেন, সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশে ডেঙ্গু আশঙ্কাজনক রূপ ধারণ করছে। ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। এখনই যথাযথ উদ্যোগ গ্রহণ না করা হলে ডেঙ্গু মহামারি সমস্যায় রূপ নিতে পারে। তবে সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করে অল্প দিনেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।
আর এ জন্যই বেনাপলের দিঘীর পাড় সানরাইজ স্কুলের শিক্ষক,শিক্ষার্থীদের উদ্দ্যোগে ডেঙ্গু প্রতিরোধ মূলক জনসচেতনতা র্যালির পাশাপাশি লিফলেট বিতরণের আজকের এই কর্মসুচি।
Please follow and like us: