এমবাপ্পেকে কিনতে চায় বার্সেলোনা!
স্পোর্টস ডেস্ক:
ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। অবশ্য ক্লাবটি তাকে ধরে রাখতে চায়। তবে এমবাপ্পে প্যারিসিয়ানদের সঙ্গে চুক্তি বাড়াতে চাননা। আর তাতেই দু’পক্ষের সম্পর্ক তেতো হতে শুরু করেছে।
এদিকে এমবাপ্পেকে দলে ভেড়াতে সাড়ে ৩ হাজার কোটি টাকার প্রস্তাব দিয়েছে সৌদি ক্লাব আল হিলাল। যে প্রস্তাবে রাজিও হয়েছে ফরাসি ক্লাবটি। কিন্তু সৌদি লিগে ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা যাবেন কিনা, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এমবাপ্পেকে নিয়ে এরই মধ্যে নতুন গুঞ্জন রটেছে!
ফরাসি পত্রিকা এল ইকুইপের প্রতিবেদনে বলা হয়েছে, বার্সেলোনা এবং পিএসজি এমবাপ্পের ট্রান্সফারের ব্যাপারে একমত হতে যাচ্ছে। এ নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে ফ্রান্স এবং স্পেনের এই দুই ক্লাব।
কিন্তু এল ইকুইপের করা এই রিপোর্টের কড়া প্রতিবাদ জানিয়েছে বার্সা। সে সঙ্গে এমবাপ্পের ব্যাপারে যে গুঞ্জন উঠেছে, সেটাকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে তারা। ক্লাবটি জানিয়েছে, এমবাপ্পের ব্যাপারে তাদের কোনো আগ্রহই নেই।
এমবাপ্পের ব্যাপারে কোনো আগ্রহ নেই বার্সার বিষয়টি জানিয়ে স্প্যানিশ পত্রিকা মার্কা দাবি করেছে, ‘বার্সেলোনা এমবাপ্পের ব্যাপারে কোনো পদক্ষেপই গ্রহণ করেনি। এ নিয়ে যা কিছু প্রচলিত হয়েছে, সবই গুজব। সবচেয়ে বড় কথা, এমবাপ্পেকে কেনার জন্য অনেক আগে থেকেই মাঠে নেমে আছে রিয়াল মাদ্রিদ। ব্যাটে-বলে মিলে গেলে তার রিয়ালেই যাওয়ার সম্ভাবনা বেশি।’