কলারোয়ায় ৩টি এয়ারগান ও বিপুল পরিমান কার্তুজসহ এক আসামী আটক
স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার কলারোয়া থেকে ভারতীয় এয়ারগান ও বিপুল পরিমান কার্তুজসহ একজন চোরাকাবারিকে গ্রেফতার করেছে কলারোয়া থানা
পুলিশ। বৃহস্পতিবার (২০ জুলাই) বেলা ১২ টার দিকে কলারোয়া থানার চন্দনপুর
ইউনিয়নের কাতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার
কাছ থেকে ৩টি এয়ারগান ও বিপুল পরিমান কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ ইব্রাহিম হোসেন (৪০) যশোর জেলার শার্শা
উপজেলার পারের কায়বা গ্রামের মোঃ রমজান আলী দালালের ছেলে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান,
কলারোয়া থানার আওতাধীন চন্দনপুর ইউনিয়নের কাতপুর এলাকায় ভারত থেকে অবৈধ
অস্ত্র ও গোলাবরুদ নিয়ে একজন চোরাকাবারি অবস্থান করছে এমন গোপন
সংবাদের ভিত্তিতে কলারোয় থানার একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে
চোরাকাবরি ইব্রাহীম হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তার কাছ
থেকে ৩টি এয়ারগান ও বিপুর পরিমান এয়ারগানের কার্তুজ উদ্ধার করা হয়। তিনি
আরও জানান, আসামীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে কলারোয়া থানায় নিয়তি
মামলা রুজু হয়েছে। যার মামলা নং ১৭ এবং আসামীকে আগামীকাল সকালে বিজ্ঞ
আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
Please follow and like us: