রাষ্ট্রীয় মর্যাদায় দেবহাটার মুক্তিযোদ্ধা আব্দুল মজিদের দাফন
স্টাফ রিপোর্টার:
রাষ্ট্রীয় মর্যাদায় দেবহাটার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ’র দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। বৃহষ্পতিবার দুপুরে জোহরের নামাজ শেষে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন জেলা পুলিশ লাইনস’র একদল চৌকস পুলিশ সদস্য। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি। কালীগঞ্জে জামাতার বাড়িতে অবস্থানকালে বুধবার তিনি মারা যান।
গার্ড অব অনার প্রদানকালে উপজেলা চেয়াম্যান আলহাজ্ব মো. মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান, দেবহাটা থানার ওসি বাবুল আক্তার, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১৯৭১ সালে দেশ মাতৃকার টানে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মাঘরী গ্রামের মৃত জয়নাল শেখের ছেলে আব্দুল মজিদ। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুনগ্রাহী রেখে গেছেন তিনি।