‘ওয়াকা ওয়াকা’র মিশলে তামান্নার ‘কাভাল্লা’! সোশ্যালে সুনামি
বিনোদন ডেস্ক:
রজনীকান্তের আসন্ন ছবি ‘জেলার’-এর গান কাভাল্লা প্রমো মুক্তি পেতেই ঝড় উঠে গিয়েছে নেট দুনিয়ায় সোশ্যালে। দক্ষিণী বোম্বশেল তামান্না ভাটিয়ার ড্যান্সস্টেপ ওরফে হুকস্টেপ এখন ভাইরাল। কোঁকড়া চুলের তামান্নার শরীরী বিভঙ্গ থেকে চোখ সরাতেই পারছেন না ফ্যানরা। আর এসবের মাঝেই এক ফ্যান শাকিরার ‘ওয়াকা ওয়াকা’র সঙ্গে মিল খুজেঁ পেলো! তিনি তামান্নার নতুন নামকরণ করেছেন ‘ইন্ডিয়ান শাকিরা’।
এই ভিডিও চোখে পড়েছে তামান্নারও। তিনি ট্যুইট করে বলেছেন, মানতেই হবে, এই সিংক বেশ ভালো। তবে তামান্নার ‘কাভাল্লা’র আগে ঘটে যাওয়া বিস্ফোরণের রেশ এখনো কাটেনি অনেকের। ‘লাস্ট স্টোরিজ ২’ ছবিতে জুটি বেঁধেছেন তামান্না এবং বিজয় ভার্মা। পর্দায় প্রেমে করার জন্য এই প্রথম একত্রিত হয়েছিলেন এই জুটি। কিন্তু তাদের প্রেম রিল থেকে গড়িয়েছে রিয়ালেও। তামান্না-বিজয়ের কেমিস্ট্রিতে এখনও বুঁদ দর্শকরা।
‘লাতিন সঙ্গীতের রানি’ বলা হয় শাকিরাকে। বিশ্বকাপ সংক্রান্ত যত গান আছে, তার মধ্যে শাকিরার গলায় ‘ওয়াকা ওয়াকা’র গানটি ছিলো অন্যতম। এই গান শুনলে আজও ফ্যানরা কোমর দোলান।