বাংলাদেশ-ভারত বাণিজ্যে রুপির ব্যবহার শুরু
নিউজ ডেস্ক:
বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্যে রুপির ব্যবহার আজ থেকে শুরু হয়েছে। দুপুরে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে বাংলাদেশ ব্যাংক ও ভারতীয় হাইকমিশনের যৌথ আয়োজনে বাণিজ্যে রুপির ব্যবহার শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেন, এটা দুই দেশের পারস্পরিক সহযোগিতার অঙ্গীকারের নিদর্শন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেন, ডলারের ওপর চাপ কমাতেই, দীর্ঘ চিন্তা ভাবনা করে আমারা এইপথে গিয়েছি।
রুপিতে লেনদেনের কারণে বাংলাদেশের রফতানি বেড়ে যাবে বলেও আশাবাদ জানান গভর্নর।
রুপিতে লেনদেনের জন্য এরইমধ্যে দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে অনুমতি পেয়েছে বাংলাদেশের সোনালী ও ইস্টার্ন ব্যাংক এবং ভারতীয় স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও আইসিআইসিআই ব্যাংক।
Please follow and like us: