কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ আটক ৭
Post Views:
২৬০
কামরুল হাসানঃ
কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ সাতজনকে আটক করেছে। এরমধ্যে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন , ৪শ গ্রাম গাঁজাসহ চারজন ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন। সোমবার বিকেলে ‘কলারোয়া মিডিয়া সেল’র হোয়াটসঅ্যাপ গ্রুপে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহাঃ মোস্তাফিজুর রহমান এ উদ্ধার ও আটক অভিযানের সত্যতা নিশ্চিত করেন। সোমবার উপজেলার বিভিন্ন স্থানে হওয়া পুলিশের অভিযানে আটককৃতরা হলো: ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কলারোয়া পৌর সদরের গদখালী গ্রামের মহাসিন গাজী(৩৫), সাতক্ষীরা সদর থানার পুরাতন সাতক্ষীরার ঘোষপাড়ার আব্দুর রহমান(৫৫), ৪শ গ্রাম গাঁজাসহ উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামের আনোয়ারা খাতুন(৫০), হরিনা-গোয়ালচাতর গ্রামের সাইফুল ইসলাম ময়না(২৮), সাতক্ষীরা সদর থানার গোবিন্দকাটি গ্রামের সাইদুল ইসলাম(২৩) ও ইমামুল হোসেন(২২) এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি কলারোয়া পৌর সদরের ঝিকরা গ্রামের জামাল উদ্দিন।