তালায় পৈত্রিক সম্পত্তি থেকে উচ্ছেদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ফারুক সাগর (তালা প্রতিনিধি):
সাতক্ষীরার তালা উপজেলায় পৈত্রিক সূত্রে প্রাপ্ত সম্পত্তি থেকে উচ্ছেদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৭জুলাই) পাটকেলঘাটা প্রেসক্লাব আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিতভাবে অভিযোগ করেন উপজেলার সেনেরগাতি গ্রামের মৃত:সুরেন্দ্র মন্ডলের ছেলে সচিন মন্ডল।
তিনি লিখিত বক্তব্যে বলেন,সেনেরগাতি মৌজায় ৫৬০খতিয়ানে ৪৪৩২ দাগের ১০.৫০শতক জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছিলেন। কিন্তু একই এলাকার মহেন্দ্র সরদারের ছেলে অনাথ সরদার ২০১৪সাল থেকে একটি কুচক্রী মহলের প্ররোচনায় তাদের বাড়ি থেকে উচ্ছেদের পাঁয়তারা চালিয়ে আসছিল। এর আগে অনাথ সরদার তাদের নামে ৫টি হয়রানি মূলক মিথ্যা মামলা দ্বায়ের করেন। সে সকল মামলার রায় তাদের স্বপক্ষে রয়েছে। এরই ধারাবাহিতা চলতি বছরে ৬জুন অনাথ বাদি হয়ে সাতক্ষীরা অতিরিক্ত ম্যাজিট্রেড আদালতে পুনঃরায় একটি মামলা করেন। আদালত মামলার তদন্ত প্রতিবেদন দেখে মামলাটি খারিজ করে দেয়।
তিনি আরও অভিযোগ করে বলেন,বর্তমানে এলাকার একটি প্রভাবশালী মহলের সহযোগিতায় অনাথ সরদার তাদের বাড়িতে ভাড়াটে সন্ত্রাসী পাঠিয়ে উচ্ছেদের পাঁয়তারা চালাচ্ছে। বর্তামানে তিনি এবং তার পরিবার চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন। তিনি তার পরিবারের নিরাপত্তা চেয়ে সাতক্ষীরা পুলিশ সুপারসহ জেলা প্রশাসকের সুদৃৃষ্টি কামনা করেছেন।
Please follow and like us: