সাতক্ষীরার সুলতানপুর মোসলেমা জামে মসজিদে টানা ৬০ দিন জামাতে নামাজ আদায় করে বাইসাইকেল পুরস্কার পেল ৩১ কিশোর
নিজস্ব প্রতিনিধি ঃ
সাতক্ষীরা পৌরসভার শহরের সুলতানপুরে মোসলেমা জামে মসজিদে টানা ৬০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে ৮ থেকে ১৮ বছর বয়সী ৩১ জন কিশোর পেলো বাইসাইকেল পুরস্কার। তবে ফজর ও এশার নামাজ ছিল তাদের জন্য বাধ্যতামূলক।
শুক্রবার মোসলেমা জামে মসজিদ কমিটির আয়োজনে বাদ জুমআ মসজিদ প্রাঙ্গণে মসজিদ কমিটির সভাপতি কাজী ফারুক হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রাপ্তদের হাতে বাইসাইকেল তুলে দেন, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে এ সময় তিনি বলেন, মোসলেমা জামে মসজিদ কমিটি যে উদ্যোগ নিয়েছে তা খুবই প্রসংশনীয়। আমি তাদের এ মহতী উদ্যোগকে সাধুবাদ জানায়। আজকের এই নতুন প্রজন্মকে মসজিদমুখী করতে পেরে তারা ইহকাল ও পরকালের কল্যাণের পথ সুগম করেছে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান।
মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মাহমুদুল হাসান মাহমুদী জানান, নামাজের প্রতি মানুষকে আহবানের পাশাপাশি দ্বীনি ইসলাম সম্পর্কে শিক্ষা দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্তরা তাদের অনুভূতি জানাতে গিয়ে বলেন, তারা এ পুরস্কার পেয়ে অত্যন্ত খুশি।##