দেবহাটায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি
মোমিনুর রহমানঃ
দেবহাটায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগে শাহিন আলম (৩৬) নামের এক ব্যবসায়ীর প্রায় ৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। শনিবার রাতে উপজেলার খেজুরবাড়িয়া পাতনার বিলে ওই ব্যবসায়ীর মৎস্য ঘেরে বিষ প্রয়োগের ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত ঘের মালিক সখিপুর বাজারের নাবিয়া কসমেটিকস’র স্বত্তাধিকারী শাহিন আলম উত্তর সখিপুর গ্রামের আব্দুল আজিজ মোল্যার ছেলে। এঘটনায় তিনি দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী শাহিন আলম জানান, দীর্ঘদিন ধরে পারুলিয়ার খেজুরবাড়িয়া পাতনার বিলে লিজকৃত ১৪ বিঘা জমিতে মৎস্য ঘের করে আসছিলেন তিনি। ১৪ বিঘা জমিতে বিস্তৃত তার মৎস্য ঘেরটি তিনটি খন্ডে বিভক্ত করে তিনি সুবিধা মতো বিভিন্ন প্রজাতির মাছের চাষ করতেন। ওই বিলের বিভিন্ন মালিকের মৎস্য ঘের থেকে মাছ চুরি ও তা বেচাকেনায় লিপ্ত সক্রিয় একটি চক্র বেশ কিছুদিন ধরে শাহিন আলমকে নানাভাবে বিরক্তসহ মৎস্য ঘেরটি থেকে তাকে উৎখাতের ষড়যন্ত্র ও অপচেষ্টা চালিয়ে আসছিল। শনিবার রাত সাড়ে নয়টার দিকে ভুক্তভোগী শাহিন আলমের ঘেরের কর্মচারি আমজাদ হোসেন বিষের গন্ধ পেয়ে তাকে খবর দিলে তিনিসহ আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে ঘেরে বিষ প্রয়োগের ফলে ব্যাপকহারে মাছ মরার বিষয়টি নিশ্চিত হন। পরে তিনি বাদী হয়ে দেবহাটা থানায় এসংক্রান্ত একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মুলত মাছ চুরি ও চুরিকৃত মাছ বেচাকেনায় লিপ্ত যে চক্রটি তাকে বিভিন্নভাবে বিরক্ত এবং ঘের থেকে উৎখাতের অপচেষ্টা করে আসছিল, তারাই এ বিষ প্রয়োগের ঘটনাটি ঘটিয়েছে বলে দৃঢ় সন্দেহ ভুক্তভোগী ঘের মালিক শাহিন আলমের। তদন্ত পূর্বক এঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ভুক্তভোগী পরিবারের। এব্যাপারে দেবহাটা থানার ওসি বাবুল আক্তার বলেন, ঘেরে বিষ প্রয়োগের ঘটনায় ক্ষতিগ্রস্ত ঘের মালিক একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি পুলিশ তদন্ত করছে। তদন্ত পরবর্তী জড়িতদের বিরুদ্ধ ব্যবস্থা নেয়া হবে বলেও আশ^স্থ করেন তিনি।