সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর দিয়ে ১০০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি
স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দু’দিনে মোট ১০০ মেট্রিক টন কাঁচা মরিচ দেশে এসেছে। ২-৩ জুলাই সন্ধ্যা পর্যন্ত মোট ১০টি ট্রাক করে ঐ মরিচগুলো আসে। এর ফলে ঐ জেলার বাজারগুলোতে কাঁচা মরিচের দাম কমতে শুরু করেছে।
ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ী আমির হামজা জানান, প্রতি টন কাঁচা মরিচের এলসি মূল্য সাড়ে ৪০০ মার্কিন ডলার। সেই হিসেবে প্রতি কেজি কাঁচা মরিচের দাম পড়ে প্রায় ৫০ টাকা। দেশে এ মরিচ ৬০-৭০ টাকা কেজি দরে বিক্রি করা সম্ভব।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম মাকছুদ খান জানান, রোববার ভারত থেকে ৭টি ট্রাকে ৭০ মেট্রিক টন ও সোমবার সন্ধ্যা পর্যন্ত আরো ৩টি ট্রাকে ৩০ মেট্রিক টনসহ মোট ১০০ মেট্রিক টন কাঁচা মরিচ ভোমরা স্থলাবন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে।
ভোমরা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা ইফতেখার উদ্দীন জানান, মঙ্গলবার সকাল থেকে তিনটি কাঁচা মরিচের ট্রাক দেশে প্রবেশ করেছে। বিকেলে আরো কিছু কাঁচা মরিচের ট্রাক দেশে প্রবেশ করতে পারে।
সাতক্ষীরা কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবু জানান, সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারসহ বিভিন্ন বাজারে কাঁচা মরিচের দাম এরই মধ্যে কমতে শুরু করেছে।