এবার বড় শাস্তি পেলেন নেইমার
স্পোর্টস ডেস্ক:
কয়দিন আগেই পরিবেশ আইন অমান্য করে প্রসাদ নির্মাণের অভিযোগে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রকে আইনি নোটিশ পাঠিয়েছিল সেখানকার আদালত। এবারো সেই কারণে এই ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে ১ কোটি ৬০ লাখ ব্রাজিলিয়ান রিয়াল বা ৩৬ কোটি টাকার জরিমানা হয়েছে।
সোমবার শহরের কাউন্সিল সেক্রেটারিয়েট এক বিবৃতিতে জানায়, নেইমারের প্রাসাদে এই কৃত্রিম হ্রদ নির্মাণে পরিবেশ আইন লংঘন হওয়ায় চারটি জরিমানা করেছে মানগারাতিবার টাউন কাউন্সিল। তারা জানায়, ‘১ কোটি ৬০ লাখ রিয়ালের বেশি জরিমানা করা হয়েছে।’
শাস্তি আপিল করতে নেইমার সময় পাবেন ২০দিন। তবে তাকে প্রাথমিকভাবে ৫০ লাখ রিয়াল জরিমানা করা হয়েছিল। শুধু জরিমানা দিয়েই পার পাবেন না নেইমার। স্থানীয় অ্যাটর্নি জেনারেলের অফিস, রাজ্য পুলিশ কর্তৃপক্ষ, পরিবেশ সুরক্ষা দপ্তরসহ পরিবেশ নিয়ন্ত্রণের আরও বেশ কয়েকটি কর্তৃপক্ষ সবাই আলাদা করে এটির তদন্ত করছে। অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেবে তারা।