সাতক্ষীরার আম রফতানিতে এবার নতুন রেকর্ড
সাতক্ষীরায় চলতি মৌসুমে ১৫৩ মেট্রিক টন আম বিদেশে রফতানি হয়েছে। যা বিগত বছরের রেকর্ড ভেঙেছে। এ বছর জেলায় আম উৎপাদন হয়েছে ৬৮ হাজার মেট্রিক টন আম।
সূত্র মতে, চলতি মৌসুমে সাতক্ষীরায় ৪৫ হাজার ৫০০ মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রার বিপরীতে আম উৎপাদন হয়েছে ৬৮ হাজার মেট্রিক টন। যেখানে গত মৌসুমে উৎপাদন হয়েছিল ৫১ হাজার মেট্রিক টন।
একইভাবে ২০১৫ সালে সাতক্ষীরা থেকে আম রফতানি শুরু হওয়ার পর চলতি মৌসুমেই সবচেয়ে বেশি আম রফতানি হয়েছে। যার পরিমাণ ১৫৩ মেট্রিক টন। বিগত বছরে এর পরিমাণ ছিল মাত্র ২১ মেট্রিক টন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, আবহাওয়া, জলবায়ু ও ভৌগোলিক কারণে সাতক্ষীরার আম দেশের অন্যান্য জেলার তুলনায় কয়েক সপ্তাহ আগে পাকে। এছাড়া সাতক্ষীরার হিমসাগর, গোবিন্দভোগ, ল্যাংড়া ও আম্রপালি আম স্বাদে, গুণে ও মানে অনন্য। এই বিশেষত্ব কাজে লাগিয়ে ২০১৫ সালে প্রথমবারের মতো সাতক্ষীরার আম বিদেশে রফতানি শুরু হয়।
সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম বলেন, সাতক্ষীরায় এবার আমের যেমন বাম্পার ফলন হয়েছে, তেমনি রফতানিও হয়েছে এযাবৎকালের সবচেয়ে বেশি।