পাটের নৌকা ও বঙ্গবন্ধুর বই উপহার পেলেন মার্টিনেজ
স্পোর্টস ডেস্কঃ
কয়েক ঘণ্টার সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছেন এমিলিয়ানো মার্টিনেজ। সোমবার (৩ জুলাই) ভোর ৫টা ১০ মিনিটে ঢাকায় পা রাখেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক। তার আগমন উপলক্ষে আনন্দের জোয়ার বইছে দেশের আর্জেন্টিনা ভক্তদের মনে।
কলকাতার ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের আমন্ত্রণে ভারতীয় উপমহাদেশ সফরে এসেছেন মার্টিনেজ। বাংলাদেশে তার সফরের স্পন্সর ফান্ডেড নেক্সট নামের একটি প্রতিষ্ঠান। তারাই মার্টিনেজের সফরের সবকিছু সামলাচ্ছে।
আজ ভোরে বিমানবন্দরে পৌঁছে মার্টিনেজ সরাসরি চলে যান রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে। সেখানে কিছু সময় বিশ্রামের পর প্রগতি সরণির ফান্ডেড নেক্সটের কার্যালয়ে যান মার্টিনেজ। যেখানে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে আড্ডা দেন তিনি।
আড্ডা শেষে মার্টিনেজকে পাটের নৌকা ও বঙ্গবন্ধুর বই উপহার দেওয়ার কথা জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়া আর্জেন্টাইন গোলরক্ষককে একটি বাজপাখির ভাস্কর্যও উপহার দেওয়া হয়।
এর আগে ফান্ডেড নেক্সটের চীফ স্ট্র্যাটেজিক অফিসার সৈয়দ আব্দুল্লাহ গালিব নিজের ফেসবুকে মার্টিনেজের একটি ভিডিও শেয়ার করেন। যেখানে দেখা যায় বাংলাদেশকে ধন্যবাদ জানান বিশ্বকাপজীয় এই তারকা। মার্টিনেজ বলেন, ‘হাই বাংলাদেশ। ধন্যবাদ সাপোর্ট করার জন্য। আমি বাংলাদেশের বাজপাখি।’
সফর শেষে আজ বিকেল ৪টা ৪০ মিনিটের ফ্লাইটে কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন মার্টিনেজ।