সুন্দরবনে ৮ জেলে আটক
আশিকুজ্জামান লিমন, শ্যামনগর:-
নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে নদীতে মাছের পোনা আহরণের সময় ৫৬টি নৌকা সহ ৮ জেলেকে আটক করেছে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী বন ষ্টেশন অফিসের সদস্যরা। সোমবার (২৬ জুন) রাত সাড়ে ৩ টা থেকে ভোর ৬টা পর্যন্ত অভিযানে নেতৃত্বে দেন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরি। এ সময়ে গহিন সুন্দরবনে ভারত সীমান্তবর্তী রায়মঙ্গল নদী সংলগ্ন উলোখালী খাল থেকে ৫৬টি নৌকা ও ১২ লাখ টাকা মূল্যের ১২০টি নিষিদ্ধ জাল সহ ৮ জেলেকে আটক করে বন কর্মীরা। এ ঘটনায় এক প্রতিবন্ধী সহ তিন নারীকে আটক করা হয়। অভিযানের খবর আগাম টের পেয়ে শতাধিক জেলে পালিয়ে যায়।
আটক জেলেরা হলেন, উপজেলার পশ্চিম কৈখালী গ্রামের নুরুল ইসলাম বাবু, আব্দুর রাজ্জাক, আবু হাছান, হাবিবুর রহমান, হাফিজুর রহমান, সালাউদ্দীন, সিদ্দিক গাজী ও সলেমান গাজী।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরি জানান, জেলেরা অবৈধ ভাবে সুন্দরবনে পোনা আহরণের খবর জানতে পেরে অভিযান চালিয়ে মালামাল সহ জেলেদের আটক করা হয়। এ ঘটনায় ৫৬টি নৌকা ও ১২ লাখ টাকা মূল্যের জাল ধ্বংস করা হয়েছে। প্রতিবন্ধী নারীসহ ৩ জেলেকে স্থানীয় ইউপি সদস্যর জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে। অন্য ৮ জেলেকে বন আইনে ৪০ হাজার টাকা জরিমানা করে মুক্তি দেওয়া হয়েছে।
Please follow and like us: