সবদিক দিয়ে অগ্রসর হচ্ছে ইউক্রেনীয় সেনারা, দাবি জেলেনস্কির
আন্তর্জাতিক ডেস্ক:
যুদ্ধের সম্মুখভাবে যুদ্ধরত সেনাদের সঙ্গে দেখা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। লড়াইয়ের মূলকেন্দ্র দোনেৎস্ক অঞ্চলে গিয়ে সেনাদের হাতে পদকও তুলে দেন তিনি।
সেনাদের সঙ্গে সাক্ষাতের পর সোমবার (২৬ জুন) রাতে এক ভিডিও বার্তায় জেলেনস্কি দাবি করেন, ইউক্রেনীয় বাহিনী সম্মুখভাগের সবদিক দিয়ে অগ্রসর হচ্ছে। তিনি ভিডিওত বলেছেন, ‘এটি একটি খুশির দিন। সেনাদের জন্য প্রত্যাশা, এমন দিন আরও আসুক।’
‘এটি ব্যস্ত একটি দিন ছিল। অনেক আবেগ… আমাদের যোদ্ধাদের পুরস্কৃত করে, ব্যক্তিগতভাবে তাদের ধন্যবাদ জানিয়ে এবং তাদের সঙ্গে হাত মিলিয়ে আমি সম্মানিত।’
এছাড়া আরও অস্ত্র পাওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন বলেও জানিয়েছেন জেলেনস্কি। তার দাবি, মার্কিনি ও তাদের মিত্রদের পাঠানো অস্ত্র ইউক্রেনকে আরও শক্তিশালী করবে।
তিনি বলেছেন, ‘আজকে আমি এমন জায়গায় ছিলাম, যেখানে এসব অস্ত্র আমাদের আরও শক্তি দেবে, ইউক্রেনীয়দের জীবন আরও নিরাপত্তা পাবে এবং আমাদের জয় আরও কাছে ত্বরান্বিত করবে, এটিই হলো আসল বিষয়। আমাদের সব অঞ্চল মুক্ত হবে—সবটা।’
সোমবার প্রেসিডেন্ট দপ্তর জেলেনস্কির সফরের চারটি ভিডিও প্রকাশ করে। প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি এ সফরে কয়েকশ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। ধারণা করা হচ্ছে, যুদ্ধের সম্মুখভাগে অন্তত তিনটি জায়গায় গিয়েছিলেন জেলেনস্কি।
ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, জেলেনস্কি সেনাদের হাতে পদক তুলে দিচ্ছেন, তাদের সঙ্গে কফি পান করছেন।