চিলির সাতটি অঞ্চলজুড়ে বন্যা, নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক:
দক্ষিণ আমেরিকার দেশ চিলির সাতটি অঞ্চলজুড়ে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। বন্যার পানিতে ডুবে এরইমধ্যে প্রাণ হারিয়েছেন দু’জন। নিখোঁজ রয়েছেন আরো ছয়জন।
দেশটির মধ্যাঞ্চলে জারি করা হয়েছে বন্যার সতর্কতা। কয়েক দিন ধরে চলা টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি এবং স্থাপনা। উপড়ে পড়েছে গাছপালা ও বিদ্যুতের খুঁটি। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা।
বন্যার কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে প্রত্যন্ত অনেক এলাকায়। বিপৎসীমার ওপর দিয়ে বইছে স্থানীয় নদীগুলোর পানি। পানির তোড়ে বিধ্বস্ত হয়েছে অনেক সড়ক ও সেতু।
এরই মধ্যে নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে ৪ শতাধিক বাসিন্দাকে। রাস্তাঘাট প্লাবিত হওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। হেলিকপ্টার দিয়ে দুর্গত এলাকাগুলোয় আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে জরুরি বিভাগ। আরো দু’দিন ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।